লিলুয়ায় বাস দুর্ঘটনায় আহত 14

By

Published : Nov 18, 2020, 9:36 PM IST

thumbnail

লিলুয়ার চামরাইল 6 নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাসের পিছনে ITC-র বাসের ধাক্কা। বুধবার সন্ধ্যা ছ'টা নাগাদ এই দুর্ঘটনায় কমপক্ষে 14 জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাঁরা ওই হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, ধুলাগর নয়াবাদ রুটের একটি বাসের সঙ্গে ITC কম্পানির একটি বাসের রেষারেষি চলছিল। ITC-র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসের পিছনে ধাক্কা মারলে ওই বাসটি উলটে যায়। ITC-র বাসটি ডিভাইডার ভেঙে উলটোদিকের লেনে চলে যায়। এই ঘটনায় দু'টি বাসের যাত্রীরা আহত হয়েছেন। ঘটনাস্থানে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ। বাস দুটিকে আটক করা হয়েছে। এই দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এক বাসচালককে আটক করেছে।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.