মুখ্যমন্ত্রী মনে করেন ধর্ষণ ছোট ঘটনা, কটাক্ষ অগ্নিমিত্রার

By

Published : Dec 17, 2020, 10:34 AM IST

thumbnail

চপ শিল্প, বোমা শিল্প ও ঝালমুড়ি শিল্পেরও রাজ্যের এক কোটি কর্মসংস্থানে সুযোগ রয়েছে । রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর এক কোটি কর্মসংস্থানের দাবিকে কটাক্ষ বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পলের । গতকাল আন্দুলে আর নয় অন্যায় কর্মসূচির মঞ্চে অগ্নিমিত্রা পল বলেন, "রাজ্যের প্রতিটি জেলায় প্রতিনিয়ত মহিলাদের উপর অত্যাচার হচ্ছে । মুখ্যমন্ত্রী মনে করেন ধর্ষণ ছোট ঘটনা । আমাদের কর্মীদের অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে । উত্তরকন্যা অভিযানে আমাদের কর্মী উলেন রায়কে গুলি করে মেরেছে পুলিশ । গোটা রাজ্যটা চোরদের আস্তানা হয়ে গেছে । " এরপর মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্বকে কটাক্ষ করে অগ্নিমিত্রা পল বলেন, " যখন উত্তরপ্রদেশের হাথরাসে তৃণমূলের দল গেছিল তখন ওনার বহিরাগত মনে হয়নি । বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি মানুষ কাজ পাবে । সোনার বাংলা তৈরি হবে ।" গতকালের সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডাও ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.