জলমগ্ন ডুয়ার্স, বন্যার কবলে 3 হাজার

By

Published : Jul 24, 2019, 8:58 PM IST

thumbnail

জলমগ্ন ডুয়ার্স ৷ জলের তোড়ে ভেঙেছে সেতু ৷ মাল ব্লকের নেওড়া বস্তি সংলগ্ন কুমলাই ও চেল নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে গ্রামে ৷ টানা দু'দিন পাহাড়ে অবিরাম বৃষ্টি ও সমতলের বৃষ্টিতে জল বেড়েছে ডুয়ার্সের নদীগুলিতে । জলমগ্ন শতাধিক পরিবার । অন্যদিকে ডুয়ার্সের সুখানি নদীর গ্রাসে সুখানি সেতু । প্লাবিত নাগরাকাটার থানাপাড়া,এক্সচেঞ্জ পাড়া,বাঁশবাড়ি,ছড়ছড়িয়া মোড় সহ নানা এলাকা ৷ প্রায় ৩ হাজার মানুষ এই অবস্থার শিকার । পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সিভিল ডিফেন্সকে । স্কুল কলেজ, ব্যবসা থেকে শুরু করে স্বাভাবিক জনজীবন ব্যাহত । বন্ধ রয়েছে ট্রেন চলাচল ৷ নাগরাকাটা রেল লাইনের পাশে ধ্বস নেমেছে ৷ ঘটনাস্থান পর্যবেক্ষণের জন্য রওনা দিয়েছেন রেল আধিকারিকরা । নাগরাকাটা থানার OC শুভাশিস চক্রবর্তীর নেতৃত্বে মোতায়েন রয়েছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.