স্বাস্থ্যসাথী পরিষেবা না দিলে নার্সিংহোমের লাইসেন্স খারিজের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

By

Published : Jan 11, 2021, 5:47 PM IST

thumbnail

স্বাস্থ্যসাথী পরিষেবা না দিলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স খারিজের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ৷ সোমবার রানাঘাটের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "হাসপাতালগুলি তো আছেই ৷ ছোটো ছোটো নার্সিংহোমগুলিকেও বলছি, স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত হোন ৷ তার কারণ, যাতে সাধারণ মানুষ তাঁর বাড়ির পাশের নার্সিংহোমগুলিতে গিয়ে চিকিৎসা পান ৷ যদি কেউ চিকিৎসা না দেয়- গভর্নমেন্টের হাতে কিন্তু নার্সিংহোমের লাইসেন্স ক্যান্সেল করার ক্ষমতাও আছে ৷" মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজেও স্বাস্থ্যসাথীর মেম্বার ৷ বলেন, "মনে রাখবেন, স্বাস্থ্যসাথী গরিব মানুষের পরিষেবা ৷ কেউ যদি হ্যারাস করে, থানায় গিয়ে তার নামে এফআইআর করবেন ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.