পুনর্বাসনের দাবিতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ অন্ডালের হরিশপুরবাসীর

By

Published : Feb 19, 2021, 9:23 PM IST

thumbnail

পুনর্বাসনের দাবিতে কাজোড়া এরিয়ার জেনারেল ম্যানেজারের কুশপুতুল নিয়ে বিক্ষোভ দেখাল হরিশপুরবাসী ৷ পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার হরিশপুর গ্রামে সাত মাস আগে ভয়াবহ ধসের কারণে বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে পড়ে ৷ গ্রামছাড়া হয় ধসের কবলে পড়া পরিবারগুলি ৷ তারপর থেকেই পুনর্বাসনের দাবিতে দফায় দফায় বিক্ষোভ শুরু করে তারা ৷ কিন্তু অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এই বিক্ষোভ কর্মসূচিকে কোনও গুরুত্ব দেয়নি কাজোড়া এরিয়ার জেনারেল ম্যানেজার ৷ তারই প্রতিবাদে এদিন জামবাদ খোলামুখ খনির কাজ বন্ধ করে দিয়ে কালো পতাকা নিয়ে ও জিএম এর কুশপুতুল খাটে শুইয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ কৃষ্ণচন্দ্র মণ্ডল নামের এক বিক্ষোভকারী জানান, " গ্রামে ধস নামিয়েছে ইসিএল ৷ তারপরও ইসিএলের আধিকারিকদের কোনও গরজ নেই ৷ যতদিন না পর্যন্ত আমাদের পুনর্বাসনের দাবি মানা হচ্ছে , ততদিন পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলবে ৷ "

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.