"সবার জন্যই দলের দরজা খোলা", বলছেন অগ্নিমিত্রা পাল

By

Published : Dec 24, 2020, 5:18 PM IST

thumbnail

"আগামী কয়েকমাসে তৃণমূল থেকে প্রচুর নেতা-নেত্রী বিজেপিতে যোগ দেবেন । আমাদের সঙ্গে কথা চলছে । এখন যা পরিস্থিতি তাতে মাননীয়া মুখ্যমন্ত্রী আর ভাইপো ব্যানার্জি ছাড়া আর কেউই তৃণমূলে থাকবেন না ।" আজ একথা বললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল । দলের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিন আগে যখন এসেছিলেন উনি তো বলেছিলেন যে, সবার জন্যই দলের দরজা খোলা রয়েছে । তারপরে দল নিশ্চিত করবে, কে কোন দায়িত্বে থাকবেন ।" এর আগে জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হতেই মন্তব্য করেছিলেন তিনি । ফলে দলের তরফে তাঁকে শোকজ় করা হয় । এবিষয়ে তিনি বলেন, "ভারতীয় জনতা পার্টি আমার অভিভাবকের মতো । বাবা মায়ের যেমন শাসন করার অধিকার রয়েছে ঠিক তেমনই । আর আমি রাজনীতিতে একদম নতুন । সেহেতু ক্ষোভের তো কোনও জায়গাই নেই । পার্টি যেভাবে চলতে বলবে সেভাবেই চলব । আর ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মতো উচ্ছৃঙ্খল পার্টি নয় । ভীষণই শৃঙ্খল পার্টি । সবাই নিয়ম মেনে চলুক । আমিও চাই ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.