Illegal Poppy Cultivation : বাঁকুড়ায় অবৈধ পোস্ত চাষ রুখতে ড্রোনে নজরদারি

By

Published : Dec 30, 2021, 11:05 PM IST

thumbnail
()

বাঁকুড়া জেলায় অবৈধভাবে পোস্ত চাষ (illegal poppy cultivation in Bankura) রুখতে অভিনব পন্থা জেলা প্রশাসন ও আবগারি বিভাগ ৷ এই জেলার কিছু অংশে দীর্ঘদিন ধরেই অবৈধ পোস্ত চাষের অভিযোগ উঠছে ৷ এই চাষ বন্ধ করতে বৃহস্পতিবার বাঁকুড়ার মেজিয়া থানার অন্তর্গত নদী তীরবর্তী এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয় প্রশাসনের তরফে ৷ উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার ডেপুটি এক্সাইজ কমিশনার, জেলার আইসি এক্সাইজ, মেজিয়া থানার ওসি সহ একাধিক প্রশাসনিক কর্তা । জেলার ডেপুটি এক্সাইজ কমিশনার বিশ্বজিৎ ভক্ত বলেন,"বাঁকুড়া জেলার এক্সাইজ ডিপার্টমেন্ট, প্রশাসন, জেলা পুলিশের সহযোগিতায় ড্রোনের মাধ্যমে একটা এরিয়া সার্ভে করা হল, অবৈধ পোস্ত চাষের ব্যাপারটা এখনও তদন্ত সাপেক্ষ, পরে কিছু জানা গেলে জানিয়ে দেওয়া হবে ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.