গুলি ছুড়তে ছুড়তে তৃণমূল নেতাকে অপহরণের চেষ্টা হরিশ্চন্দ্রপুরে

By

Published : Sep 28, 2020, 5:45 PM IST

Updated : Sep 28, 2020, 6:10 PM IST

thumbnail

দিনেদুপুরে গুলি ছুড়তে ছুড়তে এক তৃণমূল নেতাকে অপহরণ করার চেষ্টা করল দুষ্কৃতীরা ৷ আজ দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের কোরিয়ালি এলাকায় ৷ যদিও স্থানীয়দের তৎপরতায় ওই নেতাকে উদ্ধার করা গেছে ৷ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত চার দুষ্কৃতীকে আটক করেছে ৷ তবে এনিয়ে এখনও পর্যন্ত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ ওই তৃণমূল নেতার নাম জহুরুল ইসলাম ৷ এলাকায় তিনি শীতল ডাক্তার নামে পরিচিত ৷ তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের মালদা জেলার সহ সভাপতি ৷ এলাকায় তাঁর একটি ওষুধের দোকান রয়েছে ৷ আজ দুপুর দেড়টা নাগাদ চারটি গাড়ি তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায় ৷ গাড়ি থেকে কয়েকজন দুষ্কৃতী দোকানে আসে ৷ তারা জানায়, তারা পূর্ণিয়া থেকে বাড়ি ফিরছে ৷ শীতলবাবুর সঙ্গে দেখা করতে চায় ৷ এরপর তিনি বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতেই দুষ্কৃতীরা তাঁকে একটি গাড়িতে তুলে ফেলে ৷ সেখান থেকে গুলি ছুড়তে ছুড়তে তারা গাড়ি নিয়ে চম্পট দেয় ৷ পরে অবশ্য স্থানীয়দের তৎপরতায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয় ।

Last Updated : Sep 28, 2020, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.