সোমবার থেকে বেলুড় মঠে স্বল্প মূল্যে আরটিপিসিআর টেস্ট

By

Published : May 12, 2021, 8:29 PM IST

thumbnail

আগামী সোমবার থেকে বেলুড় মঠে দুস্থদের জন্য কোভিড টেস্টের ব্যবস্থা । বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে স্বল্প মূল্যে আরটিপিসি টেস্ট করা হবে ৷ 850 টাকা প্রতি টেস্টের খরচ হলেও 60 শতাংশ ভর্তুকি দেবে বেলুড় মঠ । যার ফলে 300 থেকে 350 টাকার মধ্যে আরটিপিসিআর টেস্ট করতে পারবে সাধারণ মানুষ । আপাতত সপ্তাহে দু'দিন সোম ও বুধবার এই টেস্ট করা হবে ৷ আপতত দিনে 50 থেকে 70 জনের টেস্ট করা হবে । পরবর্তীকালে বাড়িয়ে 100 জন করা হবে ৷ জানালেন রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ স্বামী দিব্যগুণানন্দ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.