স্বাস্থ্যসাথী ভাঁওতবাজি, ধাপ্পাবাজির কার্ড : অগ্নিমিত্রা

By

Published : Jan 22, 2021, 7:22 AM IST

thumbnail

"স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে একটা ভাঁওতাবাজির কার্ড । এই কার্ডের বাজেট সাড়ে 9 হাজার কোটি টাকা । আর বাংলার সাড়ে 9 কোটি মানুষকে এই কার্ড দেওয়া হয় । তার 5 শতাংশ মানুষও যদি ওই কার্ডের পরিষেবা পান, তাহলে ওই কার্ডের জন্য বাজেট হয় 1 লাখ কোটি টাকা । কিন্তু বাজেটে গরমিল রয়েছে । এছাড়াও বহু হয়রানির শিকার হতে হয়েছে এই কার্ড হোল্ডারদের । এটা সম্পূর্ণ ধাপ্পাবাজির কার্ড । ধাপ্পাবাজি দিয়ে সাড়ে 9 বছর চলছে । নির্বাচনের আগে লোন, ট্যাব, কার্ড দিয়ে আর চলবে না ।" আসানসোলে এক কম্বল বিতরণী অনুষ্ঠানে এসে একথা বললেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.