Awareness Campaign : বৃক্ষরোপণ ও জল সঞ্চয়ের বার্তা নিয়ে সাইকেলে হাজার কিমি পাড়ি ঝাড়গ্রামের যুবকের

By

Published : Nov 1, 2021, 3:13 PM IST

thumbnail

এলাকায় যথেচ্ছভাবে গাছ কাটতে ও জল অপচয় হতে দেখেছেন ৷ তাই মানুষকে সচেতন করার প্রবল ইচ্ছে নিয়েই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন জামবনি ব্লকের পটশুলি গ্রামের যুবক শৈলেন মাহাতো ৷ ঝাড়গ্রাম ও পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা ঘুরে সাধারণ মানুষকে সচেতন করার কাজে নেমেছেন তিনি ৷ ইতিমধ্যেই সাইকেলে এক হাজার কিমি পথ অতিক্রম করে ফেলেছেন তিনি ৷ গত 13 অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছেন ৷ সঙ্গে একটা বস্তার মধ্যে নিজের জামাকাপড়, রাত্রিযাপনের কিছু জিনিসপত্র ভরে তা সাইকেলের ক্যারিয়ারে বেঁধে চলেছেন সচেতন করতে ৷ ঝাড়গ্রামের পর পুরুলিয়া, তারপর অযোধ্যা পাহাড় । এরপর একে অযোধ্যা পাহাড় হয়ে মুরগুমা, জয়পুর, কোটশিলা, ঝালদার দুই ব্লক হয়ে পুরুলিয়া টাউন ৷ তারপর হুড়া ব্লক হয়ে আদ্রা পৌঁছান ৷ পথচলতি সব মানুষকে গাছ লাগানো ও জল অপচয় বন্ধ করার জন্য অনুরোধ করেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.