Azadi Ka Amrit Mahotsav: তেরঙ্গার রঙে আলোকিত আগ্রার ঐতিহাসিক স্থাপত্য

By

Published : Aug 6, 2022, 6:02 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

thumbnail

স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে (75th Year of Independence Day of India) দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) ৷ এই কর্মসূচিতে সামিল হল 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' (Archaeological Survey of India) বা এএসআই (ASI) ৷ বিশ্ব ঐতিহ্যের (World Heritage) আওতাভুক্ত আগ্রা ফোর্ট, ফতেপুর সিক্রি, গোবিন্দ দেবের মন্দির, সম্রাট আকবরের স্মৃতিসৌধ-সহ আগ্রার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপত্যকে আলোয় সাজিয়ে তোলা হল ৷ রাত নামলেই জাতীয় পতাকার প্রধান তিনটি রং, অর্থাৎ গেরুয়া, সাদা এবং সবুজ রঙের ছটায় ঝলমল করে উঠছে বহু ইতিহাসের সাক্ষী এই স্থাপত্যগুলি ৷ শুক্রবার রাতে আলোকসজ্জায় সজ্জিত এই সৌধগুলির ভিডিয়োগ্রাফি করা হয় ৷ এএসআই কর্তৃপক্ষ ড্রোন ক্য়ামেরার মাধ্যমে সেগুলির ভিডিয়োগ্রাফি করে ৷

Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.