Water Logging Problem: জমা জলে নাজেহাল বেহালা, সমস্যায় বাসিন্দারা

By

Published : Jun 30, 2023, 8:11 PM IST

thumbnail

বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে বেহালার একাধিক এলাকা ৷ তাই জল যন্ত্রণা নতুন কিছু নয় এখানকার এলাকাবাসীর কাছে ৷ বৃষ্টি থেমে যাওয়ার দু'দিন পরেও বেহালার 123 নম্বর ওয়ার্ডের ভুবনমোহন রায় রোডের গোটা এলাকা জলমগ্ন হয়ে রয়েছে ৷ কোথাও হাঁটু সমান জল কোথাও আবার গোড়ালি সমান ৷ এমনকী সাধারণ মানুষের বাড়ির মধ্যে ঢুকেছে রাস্তার জল । 

এলাকাবাসীর কথায়, বেশ কিছু বছর ধরে পার্শ্ববর্তী চড়িয়াল খাল বুজিয়ে সেখান দিয়ে রাস্তা এবং নীচে পাইপলাইনের কাজ শুরু হয়েছে ৷ কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই কাজ করা হচ্ছে ৷ ফলে জল বের হচ্ছে না ৷ আর সেই কারণে একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় গোটা এলাকা ৷ এই জল দীর্ঘদিন ধরে জমে থাকে । অথচ অফিস টাইমে এই রাস্তা দিয়েই শখেরবাজার এলাকার বাসিন্দারা যাতায়াত করেন ৷ স্বাভাবিকভাবেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে ৷ এই ব্যাপারেই 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোড়েল ও স্থানীয় বরো চেয়ারম্যান জানান, রাস্তার কাজ চলছে ৷ আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ চলার ফলে এলাকাবাসীর একটু অসুবিধা হচ্ছে ৷ যে সমস্ত রাস্তার কাজ হয়ে গিয়েছে সেই সব রাস্তায় এখন জল জমছে না । বৃষ্টির জল এখনও মনমোহন রায় রোডে জমে আছে ৷ তাতেই সমস্যায় পড়েছেন এলাকাবাসী ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.