Panchayat Elections 2023: বাগদায় ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ব্যালট বাক্সে জল ঢাললেন বিরোধীরা

By

Published : Jul 8, 2023, 5:30 PM IST

thumbnail

শান্তিপূর্ণ ভোটপ্রক্রিয়া চলাকালীন হঠাৎ তৃণমূল কংগ্রেসের বাহিনী ছাপ্পা ভোট দিতে শুরু করে । বুথ থেকে বের করে দেয় বিরোধীদের । এমনই অভিযোগ তুলে ব্যালট বাক্সে জল ঢেলে দিল বিরোধীরা । ফলে বন্ধ হয়ে যায় ভোট প্রক্রিয়া । উত্তর 24 পরগনার বাগদা ব্লকের সিন্দানী গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর বুথে ঘটনা ।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে এই বুথে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল । বিরোধীদের অভিযোগ, দুপুর নাগাদ হঠাৎই বুথে প্রবেশ করে তৃণমূল কংগ্রেসের লোকজন । তারা ভোটকর্মীদের এবং ভোট দিতে আসা গ্রামবাসীদের বুথ থেকে বের করে দিয়ে দরজা জানলা বন্ধ করে ছাপ্পা ভোট দিতে শুরু করে । পরবর্তীতে বিরোধীরা এবং গ্রামবাসীরা মিলে ব্যালট বাক্সের মধ্যে জল ঢেলে দেন এবং ভোট প্রক্রিয়া বন্ধ রাখার দাবি করেন । তাঁদের দাবি, এখানে ভোট শান্তিপূর্ণ হোক । কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করতে দেবেন না তাঁরা ।  

এ বিষয়ে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের বক্তব্য, ওই বুথে তৃণমূল কংগ্রেসের ভালো ফল হবে । মানুষ তৃণমূলকে ভোট দিচ্ছে বুঝতে পেরে বিরোধীরা হেরে যাওয়ার ভয়ে ব্যালট বাক্সে জল ঢেলে দেয় । বর্তমানে সেখানে ভোট প্রক্রিয়া বন্ধ আছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.