Local People Agitation: বিনামূল্যের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কায় বিক্ষোভ গ্রামবাসীদের

By

Published : Jul 31, 2023, 9:45 PM IST

thumbnail

বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যে পাওয়া বিদ্যুৎ পরিষেবা ৷ সেই আশঙ্কাতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷ সোমবার মুর্শিদাবাদের ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখান পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের বাসিন্দারা ৷ এনটিপিসি প্রোজেক্টের পার্শ্ববর্তী এলাকার মানুষজন এতদিন পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাচ্ছিলেন ৷ গ্রামবাসীদের দাবি, এনটিপিসি দীর্ঘ প্রায় 40 বছর ধরে পার্শ্ববর্তী গ্রামগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে । কিন্তু বেশ কয়েকদিন আগে আধুয়া গ্রামে নতুন করে বিদ্যুৎ সংযোগ দিতে রাজ্য বিদ্যুৎ বন্টন দফতরের পক্ষ থেকে খুঁটি পোতার তোড়জোড় শুরু হয় । তাতেই কার্যত ক্ষিপ্ত হন গ্রামবাসীরা ৷ 

এদিন বিদ্যুৎ সংস্থার পক্ষ থেকে কর্মীরা কাজ করতে এলে তাঁদের বাধা দেন গ্রামবাসীরা । বিক্ষোভ দেখাতেও শুরু করেন ৷ বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন ফরাক্কা থানার পুলিশ এবং এনটিপিসির কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা । প্রশাসনের পক্ষ থেকে সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রামবাসীরা বিক্ষোভ তোলেন ৷ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে ৷

এদিকে এদিন গ্রামবাসীদের বিক্ষোভেরে জেরে এনটিপিসির গেটের সামনে আটকে পড়েন সংস্থার আধিকারিক ও শ্রমিকরা । যার প্রভাব পরে ফরাক্কা এনটিপিসির বিদ্যুৎ উদপাদনেও ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.