Waterlogged in Malda: 24 ঘণ্টায় 118 মিলিমিটার বৃষ্টি! বানভাসি মালদা

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 3:00 PM IST

thumbnail

ফের বৃষ্টিতে বিপর্যস্ত মালদা ৷ খোদ শহরের অধিকাংশ এলাকা জলের নীচে ৷ জল ঢুকেছে মালদা মেডিক্যালের বিভিন্ন ওয়ার্ড, একাধিক বাজার, এমনকী কিছু স্কুলেও ৷ বিরামহীন বৃষ্টির জল ঢুকে পড়েছে নীচু এলাকার বাড়িগুলিতেও ৷ ইংরেজবাজার পৌরসভার তরফে জানানো হয়েছে, জমা জল বের করার চেষ্টা করা হচ্ছে ৷ তবে বৃষ্টি না থামলে কতটা কী করা যাবে, তা বলা যাচ্ছে না ৷ ঘুর্ণাবর্ত আর নিম্নচাপের প্রভাবে ক'দিন ধরেই বৃষ্টি চলছে জেলা জুড়ে ৷ প্রবল বৃষ্টিকে দিন দশেক আগে বানভাসি হয়েছিল মালদা শহর ৷ বুধবার রাত থেকে ফের যেন মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয় ৷ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় সেচ দফতরের তরফে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 117.80 মিলিমিটার ৷ এই জল দ্রুত বের করার মতো পরিকাঠামো ইংরেজবাজার পৌরসভার নেই ৷          

বিষাক্ত সাপ কামড়নোয় নিজের বউদিকে নিয়ে মেডিক্যালে এসেছিলেন গাজোলের পাণ্ডুয়া এলাকার কাজি দিলদার হোসেন ৷ পরিস্থিতি দেখে ভীষণ বিরক্ত তিনি ৷ অন্যদিকে শ্যালক মারা গিয়েছে মিঠু মহালদারের ৷ জল থইথই হাসপাতালে তাঁর দেহ কীভাবে বের করবেন তা বুঝে উঠতে পারছেন না ৷ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানান, অল্প সময়ের মধ্যে বেশি বৃষ্টি হওয়ার জন্যই এই সমস্যা দেখা দিয়েছে ৷ নীচু এলাকাগুলিতে জল জমেছে ৷ সেই জল বের করার চেষ্টা চলছে ৷ মেডিক্যাল চত্বর থেকে জল নামতে শুরু করেছে ৷ তবে বৃষ্টি পুরোপুরি না থামলে শহরকে পুরোপুরি জলমুক্ত করা যাবে কি না সন্দেহ রয়েছে ৷ তবে পৌরসভার তরফে জল নামানোর চেষ্টা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.