Unknown Wild Animal: বিন্নাগুড়ির ক্ষুদিরাম পল্লিতে অজনা জন্তুর হানা! চিতাবাঘ বলে সন্দেহ

By

Published : Nov 20, 2022, 7:11 AM IST

Updated : Feb 3, 2023, 8:33 PM IST

thumbnail

শহরে অজানা জন্তুর উপস্থিতি ! ধূপগুড়ি শহরের 7 নং ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লি এলাকার ঘটনা ৷ জানা গিয়েছে, শনিবার রাত 9টা নাগাদ স্থানীয় এক মহিলা প্রথম ওই জন্তুটিকে দেখতে পান । সঙ্গে সঙ্গে বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি । প্রাথমিক ভাবে অনুমান জন্তুটি চিতাবাঘ । এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে । রাত 11 টা নাগাদ বনদফতরের রেঞ্জার শুভাশিস রায়-সহ বনকর্মীরা ঘটনাস্থলে আসেন ৷ ক্ষুদিরাম পল্লি এলাকায় বিভিন্ন ঝোপঝাড় এবং পুকুরের ধারে তল্লাশি চালানো হয় । পার্শ্ববর্তী রেজিস্ট্রি অফিস পাড়া এলাকায় একটি চিতাবাঘ দেখা গিয়েছে, দাবি করেন অন্য এক ব্যক্তি ৷ তড়িঘড়ি সেখানে গিয়ে সার্চ অপারেশন চালানো হয় । কিন্তু কিছুই মেলেনি। বন দফতরের পক্ষ থেকে এদিন রেঞ্জার এলাকাবাসীকে সতর্ক করেন । পাশাপাশি জানিয়ে দেন চিতাবাঘের উপস্থিতি জানা গেলে বা কোনও সন্দেহ হলে তৎক্ষণাৎ বনকর্মীদের ফোন করতে হবে (Unknown Wild Animal suspected as Leopard in Binnaguri Jalpaiguri) ।

Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.