Panchayat Election Results 2023: কাঁকসার গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, তির-ধনুক নিয়ে চলল আক্রমণ

By

Published : Jul 11, 2023, 5:26 PM IST

thumbnail

তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের কাঁকসার ভোটগণনা কেন্দ্র চত্বর। অভিযোগ, সিপিএমের আদিবাসী সম্প্রদায়ভুক্ত সমর্থকরা তির-ধনুক সহযোগে সশস্ত্র হামলা চালায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে । উত্তপ্ত পরিস্থিতিতেই চলছে ভোটগণনা ।  

জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় তখন দুপুর বারোটা । কাঁকসার আমলাজোড়া অঞ্চলের সিপিএম প্রার্থী ক্ষেত্রনাথ বাগদিকে গণনাকেন্দ্রের ভেতর ঢোকার মুখে হেনস্তার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ পুলিশ কোনওক্রমে এই বাম প্রার্থীকে গণনাকেন্দ্রের ভেতরে ঢুকিয়ে দেয় ৷ এরপর ফের উত্তেজনা ছড়ায় গণনাকেন্দ্রের বাইরে । সেই সময় পাহারা দিয়ে সিপিএমের পোলিং এজেন্টদের নিয়ে বাইরে বেড়িয়ে আসছিল পুলিশ ৷ ঠিক সেই সময় জয় বাংলা স্লোগান শুরু করে দিতে থাকে তৃণমূল কর্মীরা ৷ কটাক্ষের সুরে চলে সেই স্লোগান। নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে ৷  

এবার সিপিআইএমের কর্মী-সমর্থকরা পালটা স্লোগান শুরু করে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে ৷ দু'পক্ষের বাদানুবাদে ফের উত্তপ্ত হয়ে ওঠে কাঁকসার গণনাকেন্দ্রের বাইরের চত্বর ৷ তির-ধনুক, বাঁশ, লাঠিসোটা নিয়ে সিপিএম কর্মীরা পালটা তাড়া করে তৃণমূল কর্মীদের বলে অভিযোগ ৷ অগ্নিগর্ভ হয়ে ওঠে কাঁকসার গণনাকেন্দ্র, চলে ব্যাপক মারধর । কাঁকসা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ তবে বাঁশ-লাঠিসোটা নিয়ে চলতে থাকে গণনাকেন্দ্রের বাইরে তাণ্ডব । এরপর দুই দলের নেতৃত্ব আর পুলিশের মধ্যস্থতায় শান্ত হয় পরিস্থিতি ।  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.