Accident in Rajasthan: রাজস্থানে পথ দুর্ঘটনা, আহত 35 পুণ্যার্থী

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 6:41 PM IST

thumbnail

রাজস্থানের ধোলপুরে পথ দুর্ঘটনা ৷ রবিবার দুপুরে সরমথুরা থানা এলাকার 11বি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, এদিন দুপুরে কৈলা দেবীর মন্দির দর্শন করে একটি ট্রাক্টর ট্রলি করে পুণ্যার্থীরা যখন ফিরছিলেন সেই সময় সেটি উল্টে যায় ৷ এই ঘটনায় আহত হন 35 জন ৷ আহতদের চিৎকার ও আর্তনাদ শুনে ছুটে আসেন এলাকাবাসী ৷ স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয় ৷ তবে 12 জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় থানার এক আধিকারিক কৃপাল সিং জানিয়েছেন, ওই পুণ্যার্থীরা সকলে গোয়ালিয়র থেকে এসেছিলেন ৷ ওই ট্রাক্টরে মহিলা, পুরুষদের সঙ্গে শিশুরাও ছিল ৷ কৈলাদেবীর দর্শন করে তারা ফিরছিলেন ৷ সেই সময়ে 11বি জাতীয় সড়কে উলটে যায় ওই ট্রাক্টর ট্রলিটি ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.