TMC win in dhupguri: তৃণমূলের জয়ের পর পোড়ানো হল প্রাক্তন বিধায়কের কুশপুতুল

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 11:07 PM IST

thumbnail

উপনির্বাচনের ফল প্রকাশ হতেই ধূপগুড়ি শহরে উল্লাস ৷ পোড়ানো হল প্রাক্তন বিধায়কের কুশপুতুল। 'গদ্দার' অ্যাখা দিয়ে শহর জুড়ে মিছিল করে নিজের ওয়ার্ডের নেত্রী তথা প্রাক্তন বিধায়ক মিতালী রায়ের কুশপুতুল পোড়ালেন 15 নং ওয়ার্ডের তৃণমূল কর্মী-সর্মথকরা । ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় জয়ী হয়েছেন ৷   

উপনির্বাচনে শাসকদলের জয়ের পড়েই ধূপগুড়িবাসীর উল্লাস ছিল চোখে পড়ার মতো ৷ ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই টোটকাতেই বাজিমাত ৷ বিজেপির কাছ থেকে ধূপগুড়ি বিধানসভা ছিনিয়ে নেওয়ার পর এমনটাই দাবি শিলিগুড়ির মেয়র তথা ধূপগুড়ি উপনির্বাচনের দায়িত্বে থাকা গৌতম দেবের ৷ তবে বিজেপির মতে সংখ্যালঘু ভোটেই নাজেহাল হতে হল ৷ 

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী তাপসী রায়কে 4 হাজার 309 ভোটে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৷ এবার উপনির্বাচনে মোট ভোট পড়েছিল 92648টি ৷ গণনা শেষে দেখা য়ায়, তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় 96961টি ভোট পেয়েছেন ৷  বিজেপি প্রার্থী তাপসী রায় 92648টি ভোট পেয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.