Kali Puja 2023: দুর্গাপুরের অধিকাংশ কালীপুজোর থিমে প্রাধান্য পরিবেশকে, মণ্ডপে ব্যবহৃত চট ও পাট

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 6:32 PM IST

thumbnail

আজ কালীপুজো ৷ থিমের বাহারে এক ক্লাব টেক্কা দিচ্ছে অপরকে । আলোর জোয়ারে ভাসছে শিল্প শহর দুর্গাপুর । তবে অধিকাংশ থিম পুজোর বিষয় এবার পরিবেশ । এই পুজো মণ্ডপগুলিতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বিভিন্ন প্রাচীন সামগ্রী । প্লাস্টিকের ব্যবহার বন্ধ হোক, তাই দুর্গাপুরের অরবিন্দ স্পোটিং ক্লাব তাদের মণ্ডপ সাজিয়েছে পাট দিয়ে ৷ আবার দুর্গাপুরের আমরা কজন বয়েজ ক্লাবের এবারের থিম ফিরে পাওয়া ৷ তাতে তারা ফিরিয়ে নিয়ে এসেছে মাদুর শিল্পকে । দুর্গাপুরের সিটি সেন্টারের সিটি অ্যাথলেটিক ক্লাব চট শিল্পকে প্রাধান্য দিয়েছে ।  

অন্যদিকে দুর্গাপুরের একমাত্র মহিলা পরিচালিত শ্যামাপুজোর আয়োজক অরবিন্দ স্পোটিং ক্লাব ৷ তাদের মণ্ডপসজ্জা এবার তাক লাগিয়ে দিয়েছে ।  বড় বাজেটের কালীপুজোর আয়োজনে পরিবেশ সম্পর্কে সচেতনতার বার্তাকেই দুর্গাপুরের মানুষকে উপহার দিল এই পুজো উদ্যোক্তারা । দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে 'গ্রীন সিটি, ক্লিন সিটি' গড়ার ডাক দেওয়া হয়েছে ৷ তাতে সাড়া দিয়েই এবার এই কালীপুজোর আয়োজনগুলিতে দেখা গিয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষার অভিনব বার্তা । দুর্গাপুরের গণেশ স্মৃতি সংঘ সবুজ মাঠের চারিদিকে অসাধারণ পরিবেশ তৈরি করে কালীপুজোর আয়োজন করেছে । তাদের এবারের থিম, খেলাধুলার স্বার্থে মাঠ বাঁচান । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.