Sreebhumi Gold Marathon: অলিম্পিয়ান অঞ্জু ববি জর্জের উপস্থিতিতে পথচলা শুরু শ্রীভূমির গোল্ড ম্যারাথনের

By

Published : Jan 22, 2023, 7:38 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

thumbnail

ক্লাবের 50 বছর উপলক্ষে শ্রীভূমির (Sreebhumi Club) নতুন উদ্যোগ চলো দৌড়াই ৷ আজ, অর্থাৎ রবিবার ভোর ঠিক চারটের সময় আনুষ্ঠানিকভাবে সূচনা হল 'শ্রীভূমি গোল্ড ম্যারাথন'-এর। শ্রীভূমি ক্লাবের তরফ থেকে এই প্রথমবার এই ম্যারাথনের আয়োজন করা হয়। প্রায় 5 হাজার জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশগ্রহণ করেন। 21 কিলোমিটার, 10 কিলোমিটার এবং নূন্যতম 3 কিলোমিটার, তিনটি বিভাগে ভাগ করা হয় এই ম্যারাথন। প্রত্যেক অংশগ্রহণকারীদের এদিন জার্সি এবং স্মারক প্রদান করা হয়। ভিআইপি রোড শ্রীভূমি বিবেক রথের সামনে থেকে শুরু হয়ে সল্টলেকের বিভিন্ন অংশ ঘুরে ফের বিবেক রথের সামনে এসে শেষ হয় এই ম্যারাথন। এছাড়াও তিনটে ক্যাটাগরির বিজেতার হাতে ট্রফি-সহ 10 লক্ষ টাকার পুরস্কার তুলে দেওয়া হয় ৷ অনুষ্ঠান উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান তথা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে প্রথম পদক এনে দেওয়া অঞ্জু ববি জর্জ, প্রাক্তন অলিম্পিয়ান জয়দেব কর্মকার ও গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, অলিম্পিয়ান তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়, সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া ৷ ভিনরাজ্যের পাশাপাশি ভিনদেশেরও প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন ম্যারাথনে। গোল্ড ম্যারাথনের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা 116 নম্বর বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সুজিত বোস। সুজিত বোস জানান, 2 জানুয়ারি থেকে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছিল এই ম্যারাথনের ৷ এখানেই শেষ নয়, রেজিস্ট্রেশন শুরুর দুই থেকে তিনদিনের মধ্যে প্রায় হাজার পাঁচেক রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার ফলে বাধ্য হয়ে তা বন্ধ রাখতে হয়েছিল। এরপর তিনি জানান প্রথম বছর এত ভালোভাবে সাড়া পাওয়া যাবে তা একেবারেই বোঝা যায়নি ৷ এবার থেকে প্রত্যেকবার এই ম্যারাথন আয়োজন করা হবে বলে জানানো হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে। প্রসঙ্গত, শীতকালজুড়েই রাজ্যের বিভিন্ন জায়গায় আয়োজিত হয় ম্যারাথন। সেই তালিকায় এবার যোগ হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম। পুজো সংগঠন, ফুটবল ক্লাব তৈরির পরে এবার ম্যারাথনেও নাম যোগ হল ক্লাবের ৷ 

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.