Snana Yatra 2023: ইসকন জগন্নাথ মন্দিরে 2 দিন ব্যাপী স্নানযাত্রার শুরু

By

Published : Jun 4, 2023, 5:01 PM IST

thumbnail

জগন্নাথদেবের স্নানযাত্রা আজ ৷ প্রথা মেনে ইসকনের জগন্নাথ মন্দিরে চলল স্নানযাত্রার অনুষ্ঠান । স্নানের পর জ্বরে কাবু হয়ে গৃহবন্দি হবেন জগতের নাথ । মায়াপুর মন্দির থেকে সাড়ে চার কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড় । দাবদাহ উপেক্ষা করেই দীর্ঘ লাইন দিয়ে জগন্নাথকে স্নান করানোর জন্য হাজার হাজার ভক্ত সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন । 

এদিন স্নানযাত্রা উপলক্ষে সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছিল ইসকনের তরফে। একইসঙ্গে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপুর জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গেল স্নানযাত্রার মাধ্যমে রথের প্রস্তুতি। এ বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, অন্যান্য উৎসবের মতো ইসকনের রথযাত্রা এবং স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান । জগতের নাথ অর্থাৎ জগন্নাথদেব এই স্নানযাত্রার পর গৃহবন্দি অবস্থায় থাকবেন । রথের দিন পুনরায় তিনি ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন । আগত সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে মহাপ্রসাদের । রয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.