Durga Puja 2023: সাবর্ণ পরিবারের আটচালা বাড়িতে টানা তেরো দিন ধরে চলে দেবীর বোধন পর্ব

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 6:46 PM IST

thumbnail

এই বছর 414 বছরে পা রাখল বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো ৷ সাবর্ণদের সাঁঝের আটচালা বাড়িতে টানা তেরো দিন ধরে চলে দেবীর বোধন পর্ব ৷ সাবর্ণ রায়চৌধুরীদের সবমিলিয়ে পুজো হয় ছয়টি । 'নবম্যাদি কল্প' মতে দেবীর আরাধনা করা হয় এখানে । প্রেত পক্ষ বা কৃষ্ণ নবমী তিথি থেকে দেবীপক্ষের ষষ্ঠী পর্যন্ত চলে এই বোধন পর্ব । চণ্ডীপাঠ, সন্ধ্যারতি, ভোগ সব কিছুই হয় এই তেরো দিনের বোধন পর্বে ৷ 

সাবর্ণদের সাঁঝের আটচালা বাড়ির দেবীর পুজোয় আমিষ ভোগ নিবেদন করা হয় ৷ পরিবারের সদস্য সুশান্ত রায়চৌধুরী বলেন, "পুজোর সময় দেবীকে নিরামিষ ভোগ নয়, দেওয়া হয় আমিষ ভোগ ৷ থাকে খিচুড়ি, পোলাওয়ের সঙ্গে থাকে বিভিন্ন ধরনের মাছ ৷ ল্যাটা মাছ পোড়া থেকে কই মাছও দেওয়া হয় দেবীর ভোগে । নিয়ম মেনে দশমীতে পান্তা ভোগ, চালতার ডাল, কচুর শাক, মোচা-সহ আরও নানান পদ, চাটনি, পায়েসও থাকে ৷"

পঞ্চমী তিথিকে চণ্ডীমায়ের জন্ম তিথি হিসেবে ধরা হয় সাবর্ণ রায়চৌধুরী পরিবারে । বাড়ির সদস্যদের কথায় এই পরিবারের চণ্ডী মণ্ডপের যে ঘটটিতে সারা বছর ধরে পুজো হয় সেটি দুর্গাপুজোর পঞ্চমী তিথিতে মহেশ চন্দ্র রায়চৌধুরী স্বপ্নাদেশে পেয়েছিলেন । তবে অগ্রহায়ণ মাসের শুক্লা পঞ্চমীর অষ্টমী ও নবমীতে পুজো হয় চণ্ডী মায়ের । এরপর টানা দশদিন এই পুজো ঘিরে চলে বড় মেলা ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.