Saayoni After ED Questioning: 'রিল্যাক্স বস ! আমি আছি, আপনারা আমায় চেনেন', শান্ত সায়নীর অনুরোধ

By

Published : Jul 1, 2023, 9:50 AM IST

thumbnail

"এরকম করলে কী করে হবে বস ?", আকুতি তৃণমূল নেত্রীর ৷ তখন রাত প্রায় 11টা ৷ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতর থেকে বেরিয়ে আসছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ ৷ সকাল 11টা 21 মিনিট নাগাদ তিনি সেখানে পৌঁছেছিলেন ৷ টানা 11 ঘণ্টা ইডি কার্যালয়ে ছিলেন ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্রে কুন্তল ঘোষের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে সায়নীকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ শুক্রবার তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা ৷ বেরবার সময় তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷

দীর্ঘক্ষণ জেরার পরেও সায়নী হাসিমুখে সাংবাদিকদের শান্ত হতে অনুরোধ করেন ৷ তিনি বলেন, "আমি আছি ৷ আপনারা আমায় চেনেন ৷ আমি নতুন নই ৷" তৃণমূল নেত্রী জানান, তাঁর কাছ থেকে কিছু নথি চাওয়া হয়েছিল ৷ তিনি সেগুলি নিয়ে এসেছিলেন ৷ সায়নী বলেন, "আজ কিছু প্রাথমিক নথি নিয়ে ডেকেছিলেন আধিকারিকরা ৷ এর মধ্যে আবার তলব করবেন ৷ আর কিছু নথির বিস্তারিত নিয়ে আসতে হবে ৷ আমি 100 শতাংশ সহযোগিতা করেছি ৷ আশা করছি, তাঁরা কম-বেশি সন্তুষ্ট ৷ তদন্তের সাহায্যে আমায় 100 বার আসতে হয়, 24 ঘণ্টাও থাকতে হয়, আমি আসব, থাকব ৷" তবে কুন্তল ঘোষ সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর না দিয়ে হাসিমুখেই বেরিয়ে গেলেন সায়নী ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.