Royal Bengal Tiger: জাল টপকে, নদী সাঁতরে 'দুয়ারে' দক্ষিণরায়; আতঙ্কে গ্রামবাসী

By

Published : Dec 7, 2022, 11:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:35 PM IST

thumbnail

জাল টপকে, নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়ল সুন্দরবনের দক্ষিণরায়। যা ঘিরে বুধবার হুলুস্থূল পড়ে যায় উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ঝিঙেখালির পারঘুমটি গ্রামে (Royal Bengal Tiger Seen at Hingalganj village)। আতঙ্কিত হয়ে গ্রামবাসীরা কার্যত লাঠিসোটা নিয়ে এদিন বেরিয়ে পড়েন বাঘ তাড়াতে। খবর দেওয়া হয় বন দফতরে (Forest Department) ৷ ফাটানো হয় বাজিও। তাতেই কূল না-পেয়ে শেষ পর্যন্ত বাঘটি লোকালয় থেকে ফিরে যায় সুন্দরবনের জঙ্গলে। হাফ ছেড়ে বাঁচেন গ্রামবাসীরা। অন্যদিকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় বন দফতরের ভূমিকায় ক্ষুদ্ধ গ্রামবাসীরা। তাঁদের মতে, জাল টপকে যদি লোকালয়ে বাঘ ঢুকে পড়ে, তাহলে আর সেই জাল লাগিয়ে কী হবে? সঠিক পরিকল্পনামাফিক কাজ করা করা দরকার ৷

Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.