Protest By TET pass out in Salt Lake : চাকরির দাবিতে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের

By

Published : Apr 20, 2022, 6:51 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

thumbnail

আজ একদিকে মুখ্যমন্ত্রীর বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন । আর অন্যদিকে সল্টলেক বিকাশ ভবনের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণদের (TET pass out candidates demanding job protest in Salt Lake) ৷ 2014 তে চাকরিপ্রার্থীরা টেট পাস করেছে৷ অথচ তাঁদের দীর্ঘ 7,8 বছর পরেও চাকরি হয়নি । তাঁদের অভিযোগ, 2014 সালে টেট পাস যারা করেনি তাঁরা আজ চাকরি করছে কিন্তু যারা পাস করেছে তাঁরা চাকরি পায়নি ৷ রীতিমতো যারা ট্রেনিং নিয়েছে তাঁদের চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে । এদিকে তাঁদের 40 বছর পেরিয়ে যাচ্ছে ৷ বাড়ি ঘর বিক্রি করে দিতে হচ্ছে । সুপ্রিম কোর্টের অর্ডার আসার পরেও ডিএলএড-দের নিয়োগ হচ্ছে না । তারপরেও তাঁদের বঞ্চিত করা হচ্ছে । দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এই নিয়ে । তাঁদের দাবি, তাঁরা আজ এটা ট্রেলার দেখালেন মাত্র৷ এরপর তাঁরা আরও এগোবেন আরও পদক্ষেপ করবেন । আগামী 24 ঘণ্টার মধ্যে ডিএলএড চাকরিপ্রার্থীদের নিয়োগ চাই বলে তাঁরা দাবি করেন এদিন ৷

Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.