শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 3:01 PM IST

Updated : Nov 27, 2023, 3:24 PM IST

thumbnail

Sri Venkateswara Swamy Temple: পাঁচ রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন ৷ আগামী বৃহস্পতিবার তেলেঙ্গানায় নির্বাচন ৷ তার দিনকয়েক আগে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির দর্শনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার ভোরে সেখানে পুজোও দিয়েছেন ৷ উপস্থিত ছিলেন মন্দিরের পুরোহিত-সহ আরও অনেকে ৷ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্দির কমিটির চেয়ারম্যান ভূমনা করুণাকর রেড্ডি, ধর্ম রেড্ডি ও মন্দিরের অন্যান্য সেবায়েত ৷ 

সোমবার ভোরে পুজো দেওয়ার জন্য রবিবার রাতে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ এদিন অন্ধ্রপ্রদেশের রেনিগুন্টা বিমানবন্দরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, রাজ্যপাল আবদুল নাজির ৷ সেখানেি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁরা ৷ বিমানবন্দরের বাইরে বিজেপির নেতা-কর্মীরা প্রধামন্ত্রী মন্ত্রীর নামে স্লোগান দিতে থাকেন । গাড়ি থেকে তাঁদের অভ্যর্থনা জানান মোদি। সড়কপথে তিরুমালা পৌঁছানোর পর, রচনা গেস্ট হাউসে পৌঁছন ৷ সেখানে উপস্থিত ছিলেন শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির কমিটির উচ্চপদস্থ আধিকারিকরা ৷ তাঁরাই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। রবিবার রচনা গেস্ট হাউসে রাত্রিনিবাস করেন প্রধানমন্ত্রী ৷ সোমবার সকালে তিরুমালা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর পুজো দেন ৷ তেলেঙ্গানার নির্বাচনের আগে মোদির মন্দির দর্শন ভোট প্রচারের পালে হাওয়া দিল বলা যায় ৷ 

Last Updated : Nov 27, 2023, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.