Durga Puja 2023: স্মরণে সুকুমার রায়, নবীন পল্লিজুড়ে শুধুই 'আবোল-তাবোল'

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 4:46 PM IST

Updated : Oct 21, 2023, 7:12 PM IST

thumbnail

বাড়ির দেওয়ালে কোথাও 'পাগলা জগাই', কোথাও 'কাতুকুতু বুড়ো' ৷ আবার কোথাও লেখা 'হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি, হাসছি তাই' ৷ এভাবেই সেজে উঠেছে হাতিবাগানের নবীন পল্লি ৷ এবার নবীন পল্লিতে দুর্গা পুজোর থিম সুকুমার রায় এবং তাঁর অমর সৃষ্টি 'আবোল তাবোল' ৷ সেই আবোল-তাবোলের এই বছরে শতবর্ষ । তাই সুকুমার রায়কে শ্রদ্ধা জানাতে এ বছরে অভিনব ভাবনা হাতিবাগান নবীন পল্লির ৷

মাত্র 36 বছর বয়সে অকালপ্রয়াণ হয় সুকুমার রায়ের ৷ তবে আজও 130 বছরেরও বেশি সময় পরে তিনি সমান জনপ্রিয় ৷ তাঁর সৃষ্টিই প্রতিটি দেওয়ালে ফুটিয়ে তুলেছে নবীন পল্লি ৷ এ বছর তাদের পরিকল্পনা 'আবোল তাবোল' ৷ এলাকার বাড়িগুলি উদ্যোক্তারা সাজিয়ে তুলেছেন আবোল-তাবোল-এর কবিতাগুলি দিয়েই ৷ বাড়ির গায়ে গায়ে সাদাকালো রঙ করা ৷ রয়েছে 'ইউ রায় অ্যান্ড সন্স' নামের সেই বিখ্যাত বাড়ি ৷ যে বাড়িতে থাকতেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং তাঁর ছাপার কারখানা ৷ এই সবের সঙ্গে সঙ্গে চলছে 'আবোল-তাবোল'-এর কবিতার লাইভ পারফরম্যান্স ৷ আর তাদের এবারের ভাবটা ইতিমধ্যেই বাজিমাত করে নিয়েছেন সকল দর্শকের মন। সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পরেছে তাদের মণ্ডপের ছবি, ভিডিয়ো ৷

Last Updated : Oct 21, 2023, 7:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.