Ganesh Chaturthi 2022: মুসলিম পরিবারে সিদ্ধিদাতার আরাধনা ! সম্প্রীতির সাক্ষী দুর্গাপুর

By

Published : Aug 31, 2022, 4:13 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

thumbnail

গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2022) আবহে সাম্প্রদায়িক সম্প্রীতির (Communal Harmony) সাক্ষী থাকল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর (Durgapur) ৷ এলাকার বাসিন্দা একটি মুসলিম পরিবারে যাবতীয় রীতিনীতি মেনে করা হল গণেশ পুজো (Ganesh Puja) ৷ তাতে সামিল হলেন পরিবারের কর্তা কাজি মহম্মদ মুস্তাফা এবং তাঁর স্ত্রী কাজি এহানা সুলতানা-সহ অন্যরা ৷ মুস্তাফা একজন পেশাদার ফিজিয়ো থেরাপিস্ট ৷ তিনি জানিয়েছেন, মূলত, তাঁদের মেয়ের উৎসাহেই বাড়িতে গণেশ চতুর্থীর পুজো শুরু করা হয় ৷ পুজোর বয়স মাত্র তিনবছর ৷ এই দম্পতি আগামী দিনেও বাড়িতে পুজো চালিয়ে যেতে চান ৷ পরিবারের সদস্যদের বক্তব্য হল, ধর্ম যাঁর যাঁর নিজের বিষয় ৷ কিন্তু, ভক্তি, বিশ্বাস, আরাধনা, উৎসব সকলের ৷ এই ভাবাবেগ থেকেই তাঁরা গণেশের পুজো করেন ৷ তাঁদের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও ৷ তাঁদের মধ্যে হিন্দু ও মুসলিম, দুই সম্প্রদায়েরই মানুষ রয়েছেন ৷ পুজো উপলক্ষে বাড়িতে ভোগও রান্না করা হয় ৷ অতিথিদের বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয় ৷ আত্মীয়, প্রতিবেশী মিলিয়ে নিমন্ত্রিত থাকেন 100 থেকে 150 জন ৷ তাঁদের অনেকেই কাজিদের বাড়ির এই পুজোয় সামিল হয়ে অঞ্জলি দেন ৷ সকলেরই বক্তব্য, সম্প্রীতির এই বন্ধন যেন চিরকাল অটুট থাকে ৷

Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.