TMC MLA Warns Party: পঞ্চায়েতের প্রার্থী নিয়ে তৃণমূলকে হুমকি বিধায়কের

By

Published : Mar 25, 2023, 1:25 PM IST

thumbnail

এখনও পঞ্চায়েত ভোটের (Panchayat elections) দিন ঘোষণা হয়নি ৷ তবে তার আগে ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর প্রার্থী তালিকা তৈরি ৷ তাঁর তালিকা অনুযায়ী প্রার্থীদের অনুমোদন না দিলে, তাঁরা প্রত্যেকেই নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে হুঁশিয়ারি দিলেন বর্ষিয়ান বিধায়ক (TMC MLA Warns Party) । 

উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন যাবৎ দলের সঙ্গে আব্দুল করিম চৌধুরীর (Abdul Karim Chowdhury) দূরত্ব বাড়ছে । তৃণমূল নেতৃত্ব তাঁকে দলীয় শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দিলেও তা তিনি মানেননি । দল তাঁকে গুরুত্ব না দেওয়ায়, নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে প্রতিষ্ঠা করছেন আব্দুল করিম চৌধুরী । সামনেই পঞ্চায়েত নির্বাচন । দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কারও পছন্দের লোককে প্রার্থী করা হবে না । দলের প্রার্থী তালিকা তাঁরাই ঠিক করে দেবেন । 

সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে আব্দুল করিম চৌধুরী জানিয়েছেন, যারা এলাকায় উন্নয়নমূলক কাজ করতে চায়, এলাকায় স্বচ্ছ ভাবমুর্তি রয়েছে, তাদের নিয়ে তিনি প্রার্থী তালিকা তৈরি করেছেন । মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁর তৈরি প্রার্থী তালিকা অনুমোদন না করেন তাহলে তাঁরা প্রত্যেকেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়বেন । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.