Massive Fire in Durgapur: নববর্ষের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত দুর্গাপুরের পুলিশ ফাঁড়ি

By

Published : Apr 15, 2023, 11:27 AM IST

thumbnail

নববর্ষের আলো ফোটার আগেই ভয়াবহ আগুন ৷ শনিবার ভোররাতে বেনাচিতি এলাকায় দুর্গাপুর থানার এ জোন পুলিশ ফাঁড়িতে আগুন লাগে ৷ আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে পুলিশ ফাঁড়ির যাবতীয় নথি, টাকা, আসবাবপত্র ৷ দুর্গাপুর ইস্পাত কারখানার তৈরি এই ঘরগুলিতে তৈরি হয়েছিল প্রান্তিকা বা এ-জোন পুলিশ ফাঁড়ি ৷ দীর্ঘদিনের পুরনো এই ফাঁড়ির এক চিলতে ঘরে গাদাগাদি করে বসতে হত পুলিশ কর্মীদের ৷ এখানেই থাকত দরকারি নথিপত্র । শুধু তাই নয় অভিযুক্তদেরও এখানেই রাখা হত বলে জানা গিয়েছে ৷ 

দমকল বিভাগের দুর্গাপুরের স্টেশন অফিসার শ্যামল মণ্ডল বলেন, "কীভাবে আগুন লেগেছে, তা এখনই বলা সম্ভব নয় ৷ তবে তিনটে ঘরের মধ্যে দুটো ঘরে থাকা সব নথিপত্র, পুলিশের অস্ত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ কর্তব্যরত পুলিশ কর্মীদের অনুমান বিস্ফোরণের পরই লাগে আগুন  ৷ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা চলে আসি ৷ এখন আগুন নিয়ন্ত্রণে ৷ দমকলের একটি ইঞ্জিন এসেছিল ৷" 

দুর্গাপুরের এসিপি তথাগত পাণ্ডে ঘটনাস্থলে এসে বলেন, "বহু নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ কর্তব্যরত পুলিশ কর্মীরা আগুন দেখতে পেয়ে দমকল বিভাগে খবর দেন ৷ তারা দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করেন ৷ স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সাহায্য করেছেন ৷ প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.