Elephants Attack: সারেঙ্গায় হাতির দলের হানা; ভাঙল বাড়ি, আহত এক

By

Published : Apr 14, 2023, 3:54 PM IST

thumbnail

সাতসকালে হাতির হানা সারেঙ্গায় । আহত হলেন একজন ৷ রায়পুরের ধানাড়া থেকে কংসাবতী নদী পেরিয়ে ভোরবেলায় এলাকায় প্রবেশ করে হাতির দলটি । ওই দলে দুটি বাচ্চা-সহ মোট পাঁচটি হাতি রয়েছে । হাতিগুলি রায়পুর এলাকা থেকে ভোরে সারেঙ্গা রেঞ্জ এলাকায় প্রবেশ করে । এলাকায় হাতি প্রবেশের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় । বিভিন্ন গ্রাম থেকে হাতি দেখতে ভিড় জমান মানুষ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা এবং হুলা পার্টির সদস্যরা । ছাতালি গ্রামের মাঝে একটি ঝোপের মধ্যে বেশ কিছুক্ষণ আশ্রয় নেয় হাতির দল ৷ সেখান থেকে হাতির দলকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন হুলা পার্টির সদস্যরা ৷ সেই সময় হাতির হানায় জখম হন হুলা পার্টির একজন সদস্য । তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । অন্যদিকে, হাতির হানায় ভাঙে একটি বাড়ির একাংশ । এরপর হাতির দল তাড়া খেয়ে এদিক-ওদিক করতে থাকে বেশ কয়েক ঘণ্টা । কখনও ছাতালি, কখনও রঘুডাঙা, কখনও বাঁদরশোল, বিক্রমপুর স্কুল মোড় । প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতন করা হয় উপস্থিত মানুষজনকে ৷ এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী । সারেঙ্গার রেঞ্জ অফিসার শুভাশিস চৌধুরী জানান, হাতিগুলি নদী পথ দিয়ে লোকালয়ে চলে এসেছিল । দু-চারটে অপ্রীতিকর ঘটনাও ঘটে । এখন হাতিগুলোকে গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.