Durga Puja 2023: বৃদ্ধাশ্রমের আবাসিক মহিলাদের নিয়ে প্রতিমা দর্শনের উদ্যোগ মালদা পুলিশের

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 7:37 PM IST

thumbnail

উৎসবের মধ্যে আনন্দে মেতে উঠলেন বৃদ্ধাশ্রমের আবাসিক মহিলারা । সৌজন্যে মালদা জেলা পুলিশ । বৃদ্ধাশ্রমের সমস্ত মহিলাদের নিয়ে এদিন মণ্ডপে মণ্ডপে ঘুরলেন থানার মহিলা পুলিশকর্মীরা ৷ এভাবে একসঙ্গে প্রতিমা দর্শনের সুযোগ পেয়ে আনন্দিত বৃদ্ধাশ্রমের আবাসিকরা । সপ্তমীর দুপুরে মালদা শহরের বৃদ্ধাশ্রম থেকে মহিলাদের নিয়ে প্রতিমা দর্শনে বের হয় থানার মহিলা পুলিশকর্মী । মালদা থানার পুলিশ শনিবার থেকে শুরু করল একটি নতুন জনসংযোগ কর্মসূচী ৷ এই কর্মসূচীর নাম 'সন্ধারতি' ৷ বৃদ্ধাশ্রমের প্রায় 25 জন মহিলাকে বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শনের সুযোগ করে দেন পুলিশকর্মীরা । থানার পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয় ৷ 
শিখা সাহা নামে এক আবাসিক বলেন, "এখনও পর্যন্ত 10-12টি ঠাকুর দেখেছি । আরও বেশ কিছু ক্লাবে ঠাকুর দেখতে যাব । বেশ ভালো লাগছে । আমরা কাজ থাকলে বাইরে বেরোতে পারি । তবে এভাবে একসঙ্গে সকলে বেরোনো হয় না । সকলে মিলে খুব আনন্দ করছি ।" আরও এক আবাসিক নন্দিতা সাহা বলেন, "আমরা বৃদ্ধাশ্রমে থাকি । থানা থেকে আমাদের ঠাকুর দেখাতে নিয়ে আসা হয়েছে । 80 বছর বয়সে এভাবে সকলে একসঙ্গে ঠাকুর দেখতে পারব ভাবিনি ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.