Businessman Murder Case: যুবক খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 7:27 AM IST

Updated : Sep 4, 2023, 7:43 AM IST

thumbnail

কেটে গিয়েছে এক সপ্তাহেরও বেশি সময় ৷ এখনও অধরা নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় অভিযুক্তরা ৷ তার প্রতিবাদেই কামলগাজির মোড় এলাকা অবরোধ করলেন মৃতের পরিবারের সদস্য ও পাড়ার লোকজন ৷ রবিবার সন্ধ্যায় প্রায় ঘণ্টা দেড়েক কামালগাজী রোড অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ ৷ তার জেরে সোনারপুর থেকে বারুইপুর এবং রাজপুর যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। 

পথ অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন নরেন্দ্রপুর থানার আইসি ও অন্য পুলিশ আধিকারিকরা ৷ এলাকাবাসীকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন তাঁরা ৷ বেশ কিছুটা সময় ধরে দু'পক্ষের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়। শেষমেশ পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা ৷ ততক্ষণে যানজট তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লেগে যায়।

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে সোমবার রাতে বাড়ি ফেরার পথে খুন হন শাহিদ মণ্ডল নামে এক স্থানীয় যুবক। দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।   তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় একজনও গ্রেফতার হয়নি ৷  ফলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে পরিবারের ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সকলেরই প্রশ্ন, এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও কেন পুলিশ একজন অভিযুক্তকেও গ্রেফতার করতে পারল না ? এবার অভিযুক্তদের গ্রেফতারির দাবিকে সামনে রেখেই পথে নামলেন স্থানীয়রা।  

Last Updated : Sep 4, 2023, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.