Durga Puja 2023: নারী দেবীর অংশ, মা সারদার জন্মভিটে জয়রামবাটিতে শাস্ত্র মেনে কুমারী পুজো

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 3:00 PM IST

thumbnail

সালটা ছিল 1925 ৷ মা সারদার জন্মভিটে জয়রামবাটিতে ঘটে এবং পটে শুরু হয় দেবী দুর্গার আরাধনা ৷ আর এর ঠিক সাত বছর পরে দেবী প্রতিমায় শুরু হয় দুর্গাপুজো ৷ জীবদ্দশায় শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্ত্রী সারদা দেবীকে জগজ্জনী শক্তিরূপে আরাধনা করেছিলেন ৷ শ্রীশ্রীরামকৃষ্ণদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, "মা সারদা মা নয়, তিনি সাক্ষাৎ দশভুজা" ৷

আজ মহাঅষ্টমীর পুণ্য লগ্নে কুমারী পুজো হয় জয়রামবাটিতে ৷ ফি বছর ন'বছরের কমবয়সি ব্রাহ্মণ কন্যাকে বেছে মা কুমারী রূপে বেছে নেওয়া হয় ৷ এই বছর কুমারী রূপে পুজো করা হল কোতুলপুর নিবাসী সাড়ে পাঁচ বছরের তুহিনা ভট্টাচার্যকে ৷ রীতি মেনেই মায়ের পুরনো বাড়ি থেকে কুমারীকে নিয়ে আসা হয় দুর্গা মণ্ডপে ৷ 

জয়রামবাটী মাতৃ মন্দিরের এই পুজোর সাক্ষী থাকতে বাংলার দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন এখানে ৷ মাতৃ মন্দিরের মহারাজ পররূপানন্দজি বলেন, "মা দুর্গার আরাধনার সঙ্গে যদি এই কুমারী পুজো করা হয়, তাহলে সেটি সমাজের জন্য একটি ভালো বার্তা ৷ এখানে কুমারীকে ভক্তির সঙ্গে পুজো করা হয় ৷ এই বিশেষ শিক্ষা ঠাকুর ও মা দিয়ে গিয়েছেন ৷" কলকাতা থেকে আগত এক দর্শনার্থী সঞ্জয় মিত্র বলেন, "এই কুমারী পুজোকে ভাষায় প্রকাশ করা যাবে না ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.