Guv Performed Ganga Puja: জি20 শীর্ষ সম্মেলনের সাফল্য কামনায় গঙ্গাপুজো রাজ্যপালের

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 8:21 AM IST

Updated : Sep 8, 2023, 9:46 AM IST

thumbnail

শুক্রবার সকাল হতেই গঙ্গার ঘাটে দেখা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ৷ পুরোহিতের সঙ্গে সঙ্গে মন্ত্রোচ্চারণে করলেন গঙ্গাপুজো ৷ গঙ্গা মায়ের উদ্দেশ্যে দিলেন অঞ্জলিও ৷ তবে কেন হঠাৎ গঙ্গাপুজো ? তাঁকে প্রশ্ন করতেই জানা গেল জি-20 শীর্ষ সম্মেলনের সাফল্য কামনায় এই গঙ্গাপুজো ৷ এদিন সংবাদ সংস্থা এএনআইকে রাজ্যপাল বলেন,"জি-20 সম্মেলনের সাফল্য প্রার্থনা করে এই পুজো ৷ ভারতের সফলতা ও পশ্চিমবঙ্গের সফলতা কামনায় পুজো ৷"

রাত পোহালেই নয়াদিল্লিতে বসছে জি-20 শীর্ষ সম্মেলনের আসর ৷ ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ আজ সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছবেন তিনি ৷ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে তাঁর ৷ এই প্রথমবার ভারতে অনুষ্ঠিত হচ্ছে জি-20 শীর্ষ সম্মেলন ৷ যার জন্য সেজে উঠেছে নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টার ৷ প্রায় 2 হাজার 700 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই ভারত মণ্ডপ ৷ 150টি ফোয়ারা, 100টি ভাস্কর্য-সহ বিভিন্ন আকৃতির গাছ দিয়ে সাজানো হয়েছে সম্মেলন চত্বর ৷ 123 একর এলাকাজুড়ে তৈরি এই মণ্ডপ বর্তমানে দেশের মধ্যে সম্মেলন ও প্রদর্শনীর বৃহত্তম কেন্দ্রস্থল ৷ 

Last Updated : Sep 8, 2023, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.