Fire at Susunia Hill: দাউ দাউ করে জ্বলে উঠল শুশুনিয়া পাহাড়, আতঙ্কিত পর্যটকরা

By

Published : Jan 8, 2023, 4:55 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

thumbnail

শীতের মরসুমে ঘুরতে ভালোবাসেন সকলেই ৷ আর বাঙালির বেড়ানোর তালিকায় পাহাড় থাকে একেবারে প্রথম দিকেই ৷ তবে শুধু ভিন রাজ্যে নয়, এখন জেলাগুলিতেও মানুষ ভিড় জমাচ্ছেন ৷ সেরকমই বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে নেমেছে পর্যটকদের ঢল ৷ কিন্তু এরই মাঝে শনিবার হঠাৎ শুশুনিয়া পাহাড়ে আগুন লাগে (Fire breaks out at Susunia Hill) ৷ দাউ দাউ করে জ্বলে ওঠে গাছপালা ৷ দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায় ৷ যার জেরে অতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা (Tourists terrified at fire incident) ৷ খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ৷ আগুন লাগায় বন ও বন্যপ্রাণীদের ব্যাপক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে ৷ তবে শেষমেশ আগুন নিভে যায় ৷ ফের পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে শুশুনিয়া পাহাড়ে ৷ তবে এমন আগুন নতুন নয় ৷ প্রতিবছরই পাহাড়ে আগুন লাগে বলে দাবি এলাকারবাসীদের ৷ আগুন যাতে না লাগে স্থানীয়দেরই আরও সতর্ক হতে বললেন ছাতনা ফরেস্ট রেঞ্জার ইসা বোস ৷

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.