Durga Puja 2023: ক্রমশ বিলুপ্তির পথে মহারাষ্ট্রের ইলোরার শিব মন্দিরই এবার খড়্গপুর তালবাগিচার পুজোর থিম

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 3:15 PM IST

Updated : Oct 21, 2023, 7:13 PM IST

thumbnail

রেল শহর খড়গপুরও পিছিয়ে নেই থিম যুদ্ধে ৷ কোথাও ঘুঙুর নাচ তো কোথাও মহারাষ্ট্রের ইলোরার শিব মন্দির উঠে এসেছে পুজোর থিমে ৷ খড়গপুর তালবাগিচার নেতাজি  ব্যায়ামগার ক্লাবের এই বছরের থিম ইলোরার শিব মন্দির ৷ বলা যায় মণ্ডপটি তৈরি হয়েছে শিব মন্দিরের আদলে ৷ প্রায় 35 লক্ষ টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে মণ্ডপটি ৷ 54তম বছরে পদার্পণ করেছে এই পুজো ৷ 

পুজো উদ্যোক্তাদের মতে, ইতিহাসের বহু চর্চিত কাহিনী আছে ৷ যা ভারতীয়রা ইতিমধ্যেই দেখে ফেলেছে । কিন্তু বহু অজানা তথ্য ও তত্ত্ব এখনো হারিয়ে গিয়েছে ৷ সেগুলি এখনও খুঁজে পাওয়া যায়নি । তার মধ্যে এই ইলোরার শিব মন্দিরে হলো এক অন্যতম । সেই কাহিনি তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা ৷ ভিড় জমেছে তৃতীয়া থেকে । তবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এবং নির্ঘণ্ট মতে চতুর্থীতে উদ্বোধন হয়েছে এই মণ্ডপের। ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার উদ্বোধন করেছেন মণ্ডপটি ।

এই বিষয়ে উদ্যোক্তা পরিতোষ সাহা বলেন, "আমাদের ট্যাগলাইন অজানা সত্য ৷ তাই আমরা সেই সত্যকে তুলে ধরার চেষ্টা করেছি ৷ তাজমহল অনেক হয়েছে । দেখানোর এবার কিছু অজানা জিনিস । আমাদের কাজ সেই অজানা জিনিস তুলে ধরা । ভারতীয় হিসেবে অজানা তথ্য তুলে ধরায় দর্শকদের নজর কাড়বে আমাদের এই থিম ।"

Last Updated : Oct 21, 2023, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.