Dilip Ghosh on TMC: অর্মত্য সেনের জমি বিতর্ক থেকে শুরু করে একাধিক বিষয়ে তৃণমূলকে দুষলেন দিলীপ

By

Published : Feb 11, 2023, 4:59 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

thumbnail

শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে নোবেল জয়ী অর্মত্য সেনের জমি বিতর্ক থেকে 'কাউ হাগ ডে' প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপি সহ- সভাপতি দিলীপ ঘোষ ৷ উল্লখ্যে, বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে অমর্ত্য সেনের জমি বিতর্ক মেটাতে তাঁকে চিঠি দিয়েছে বিশ্বভারতী ৷  সেই প্রসঙ্গেই তিনি বলেন, "এই ধরনের অভিযোগ আসার পর, সম্মানীয় ব্যাক্তিদের নিয়ে এই ধরনের ঘটনা অভিপ্রেত না। যেহেতু তাকে বিশ্বভারতী চিঠি দিয়েছে, একবার নিজের স্বার্থেই তার যাওয়া উচিৎ। হয়তো উনি জানেন না। জমি আছে। কোনো কারণে 70-80 বছর আগে প্রচুর ফাঁকা পরে থাকা জমি কেউ নিয়ে নিয়েছে। অনেক জায়গায় থাকে এরকম। ওনার নিজেরই জেনে নেওয়া উচিৎ বাস্তব পরিস্থিতি কি। ওনার নিজের যাওয়ার দরকারও নেই। মুখ্যমন্ত্রী ওনার কাছে পয়সা নিয়ে চলে আসে। উনি তো একটা ফোন করেই সবটা জেনে নিতে পারেন ।" পাশাপাশি গো-হাগ প্রত্যাহার প্রসঙ্গেও বলেন, "জানিনা কেন করেছিল। সরকার হয়তো পরীক্ষামূলক ভাবে দেখতে চেয়েছিল, কি পরিস্থিতি হয়। এগুলো নিয়ে কথাবার্তা বলা উচিৎ। আমাদের দেশে সব কিছু নিয়ে বিতর্ক হয়। অনেকেরই প্রথমে মেনে নিতে অসুবিধা হয়। কে করেছে, কেন করেছে দেখতে হবে । সিএএ পাশ হয়েছে। লাগু হয়নি। কৃষি বিল প্রত্যাহার করতে হল। অথচ দেশের জন্য সেটা দরকার ছিল।"

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.