Dilip Ghosh: সব পেয়েও ওরা ভিখারি, পুরুলিয়া থেকে তৃণমূলকে কটাক্ষ দিলীপের

By

Published : May 5, 2023, 12:31 PM IST

thumbnail

শুক্রবার পুরুলিয়ায় দলীয় কর্মসূচি ও চায়ে পে চার্চায় যোগ দিতে এসেছিলেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ এই সভাতেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে শাসকদলকে আক্রমণ করলেন তিনি ৷ তৃণমূলকে ভিখারি বলে কটাক্ষও করলেন । এদিনই তিনি বলেন, "সব পেয়েও ওরা ভিখারি । ওদের নেত্রীও ভিখারি ৷ পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল থেকে তৃণমূল-কে সাফ করে দেবে বিজেপি। ভোট এলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের এনারসি আর সিএএ নিয়ে ভয় দেখান ।" 
আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রভাব পড়বে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ । এদিনই তিনি উল্লেখ করেন, তৃণমূল গরিব মানুষকে আবাস যোজনা প্রকল্পে ঘর দেয়নি, শৌচালয় দেয়নি, 100 দিনের কাজের টাকা লুঠ করেছে ৷ যেভাবে মানুষ প্রতারিত হয়েছেন, তার প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলেও দাবি করেন তিনি । তৃণমূলকে চোরেদের দল বলেও মন্তব্য করেন তিনি । তিনি আরও বলেন, "বালি পাচার , কয়লা পাচার এইসবের টাকা বহু দালাল নানান সময়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে দিয়েছে । এরাই দুর্নীতির মূলে, বহু অনামী লোক হঠাৎ করে নামী হয়ে গিয়েছে । এখন ধীরে ধীরে সিবিআই তাদের কাছে যাচ্ছে।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.