Sitrang Alert in Digha: সিত্রাং আসছে, দিঘায় শুরু মাইকিং

By

Published : Oct 24, 2022, 12:30 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

thumbnail

ঘূর্ণিঝড় সিত্রাং আসার আগেই সতর্ক দিঘা প্রশাসন(Digha Administration is Alert of Cyclone Sitrang)৷ শঙ্করপুর, মন্দারমণি-সহ দিঘা সংলগ্ন সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সোমবার সকাল থেকেই প্রশাসনের তরফে শুরু করা হয়েছে মাইকিং(Sitrang Alert in Digha)৷ রয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা ৷ নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ রবিবার রাত থেকেই সিত্রাংয়ের প্রভাবে দিঘায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি ৷ রামনগর 1 ব্লকের তাজপুর ও চাঁদপুরের কয়েকটি গ্রামে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকায় সেখানকার বাসিন্দাদের অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আতঙ্কে বহু পর্যটক হোটেল বুকিং বাতিল করলেও এদিনও বেশ ভিড় দেখা গিয়েছে দিঘার সৈকতে ৷ বিভিন্ন ঘাটে দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে ৷ পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ সামগ্রিকভাবে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷

Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.