Food Distribution: সাগরদীঘিতে ভোটারদের মধ্যে খাবার বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

By

Published : Feb 27, 2023, 4:50 PM IST

thumbnail

মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে চলছে উপনির্বাচন (Food Distribution Controversy) ৷ সেখানে ভোটারদের খাবার বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ পাশাপাশি যে সকল বুথে ভালো ভোটগ্রহণ চলছে, সেখানে রিগিংয়ের করানোর দায়ে 3 জন বিজেপি এজেন্টকে বুথ থেকে তুলে নিয়ে আসার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলের সুবিধা হবে সে কথা উল্লেখ করলেন সাগরদীঘির বিজেপি প্রার্থী দিলীপ সাহা ৷ ইতিমধ্যেই সাগরদীঘি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । এই প্রসঙ্গেই তিনি জানান, 147 নং বুথ থেকে 2 জন, 213 নম্বর বুথ থেকে 1 জন বিজেপি এজেন্টকে তুলে নিয়ে এসেছে স্থানীয় থানার পুলিশ। কি কারণে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে সেই সম্বন্ধে স্পষ্ট কিছু জানায়নি পুলিশ। সেইসঙ্গে ভোটারদের প্রভাবিত করতে বিজেপি কর্মীরাও সাগরদীঘির মণিগ্রাম গ্রাম পঞ্চায়েতের 123 এবং 124 নম্বর বুথে ভোটারদের খাবার বিতরণের ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে। ঠিক কী ঘটেছে, উল্লেখ করতে গিয়েই দোকানদার ভজহরি মণ্ডল বলেন, "বিজেপি নেতারা বলেছিলেন, ভোটারদের ভোট দেওয়ার পরে 'কুপন' দেখালেই খাবার বিতরণ করতে । সেই মতোই আমি ভোটারদের ঘুগনি-মুড়ি বিলি করেছি ৷ সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন শুরু হয় ৷ এই বিধানসভা কেন্দ্রে বিধায়ক পদে ছিলেন সুব্রত সাহা ৷ তিনি প্রয়াত হওয়ার পরেই আসনটি খালি হয়ে যায় ৷ সেই কারণেই উপনির্বাচন ৷ তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস এবং বিজেপি প্রার্থী দিলীপ সাহা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্রে ৷    

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.