Panchayat Elections 2023: শাসকদলের দেদার ছাপ্পা ! প্রতিবাদে ব্যালট বক্স ভেঙে পেপার ছিঁড়লেন গ্রামবাসীরা

By

Published : Jul 8, 2023, 9:24 PM IST

thumbnail

সকাল থেকে চলছিল দেদার  ছাপ্পা। নিজেদের ভোট না-দিতে পেরে অবশেষে ক্ষিপ্ত হয়ে ব্যালট বক্স ভেঙে সমস্ত ব্যালট ছিঁড়ে ফেলল ক্ষিপ্ত জনতা। গ্রামবাসীদের দাবি, ওই দু'টি বুথে পুনরায় ভোট নিতে হবে। ঘটনাটি ঘটেছে মালদার রানিনগর হাইমাদ্রাসার 184 এবং 185 নম্বর বুথে। রানিনগর এলাকার বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে শান্তিপূর্ণ ভোট শুরু হলেও সকাল 10টা বাজতেই শাসকদলের লোকজন দু'টি বুথ দখল করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে বুথ থেকে বের করে দিয়ে পুলিশের সামনেই চলতে থাকে ছাপ্পা ভোট। প্রতিবাদ করতে গিয়ে বাম-কংগ্রেসের প্রার্থীরা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। পরবর্তীতে গ্রামবাসীরা একত্রিত হয়ে বুথ দখল মুক্ত করার চেষ্টা করেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটকেন্দ্র থেকে পালিয়ে যায়। এরপরেই ক্ষিপ্ত জনতা দু'টি বুথের ব্যালট স্কুলের মাঠে নিয়ে এসে ভাঙতে থাকে। দুটি বুথে ব্যালট বক্স ভেঙে সমস্ত ব্যালট পেপার ছিঁড়ে ফেলে গ্রামবাসীরা। ভোটদাতা জাহানারা বিবি বলেন, "আমরা সকাল আটটায় ভোট দিতে এসেছি। সেই সময় শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। সকাল 10টা বাজতেই তৃণমূলের লোকজন বুথ দখল করে ছাপ্পা মারতে থাকে। আমরা এই ভোট মানছি না। দু'টি বুথে পুনরায় ভোট করতে হবে।" বাম-কংগ্রেসের জোট প্রার্থীর পোলিং এজেন্ট মহম্মদ সইমুদ্দিন বলেন, "তৃণমূলের লোকজন প্রথমে একটি বুথ দখল করে ছাপ্পা ভোট মারতে থাকে। পরে আমাদের বুথ দখল করে ছাপ্পা মারতে থাকে। আমরা দু'টি বুথে পুনরায় ভোট চাই।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.