World Cup Fever: ফ্রান্স জিতবেই! উন্মাদনা চন্দননগরের স্কুল পড়ুয়াদের মধ্যে

By

Published : Dec 17, 2022, 6:47 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

thumbnail

ফ্রান্সের পতাকা ও আলোয় সেজে উঠেছে চন্দননগর। একসময় ফরাসি উপনিবেশ থাকার কারণে ফ্রান্সের প্রতি আলাদা একটা আবেগ রয়েছে চন্দননগর মানুষের মধ্যে। যদিও আর্জেন্তিনার সমর্থকও কম নেই এ শহরে। তবে পাল্লা ভারী এমবাপেদের দিকে ৷ স্বভাবতই গতবারের চ্যাম্পিয়নরা ফের ফাইনালে (World Cup 2022) ওঠার পর উন্মাদনা বেড়ে গিয়েছে কয়েকগুণ। স্কুল পড়ুয়া থেকে ক্লাবের যুবকরা সকলেই মেতেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ের আগাম আনন্দে। কোথাও ফ্রান্সের পতাকা লাগানো হয়েছে, তো কোথাও সে দেশের তিনরঙা আলোয় সাজানো হয়েছে লঞ্চকে। চন্দননগরের ফরাসি আমলের যে চার্চ রয়েছে তার সামনেও শনিবার উচ্ছ্বাস দেখা গিয়েছে। কানাইলাল স্কুলের ছাত্ররা মেতে উঠেছে ফ্রান্সের পতাকা হাতে উল্লাসে। এমবাপেদের ছবি হাতে তারা ফ্রান্সের জয়ের প্রত্যাশায় (Chandannagar school students cheer for France )।

Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.