Bhai Phonta 2022: থানার বড়বাবু ভাইকে ভিডিয়ো কলিংয়ে ফোঁটা দিলেন অভিনেত্রী দিদি !

By

Published : Oct 28, 2022, 2:18 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

thumbnail

ভাই এখন থানার বড়বাবু ৷ কাজের প্রচুর চাপ ৷ কিন্তু ভাইফোঁটা (Bhai Phonta) তো আর থেমে থাকে না। তাই থানার বড়বাবু ভাইকে অনলাইনেই ভাইফোঁটা দিলেন ঝাড়গ্রামের অভিনেত্রী দিদি। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা কোয়েল মিত্র একজন নৃত্যশিল্পী ও অভিনেত্রী। তাঁর ভাই গৌরব মিত্র বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার হেড়িয়া থানার আইসি। ভাইফোঁটাতে ভাইয়ের ছুটি নেই। তাই সোশাল মিডিয়ায় ভিডিয়ো কলে (Bhai Phonta Celebrate Via Video Call) ভাই গৌরব মিত্র ও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে কর্মরত আরও এক ভাই কিংশুক কামিল্যাকে একসঙ্গে ফোঁটা দেন দিদি । ভার্চুয়ালি হলেও দিদির কাছ থেকে ভাইফোঁটা পেয়ে খুশি দু'জনেই।

Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.