Badamwari in Jammu Kashmir: বসন্তের আগমন জানান দেয় বাদাম ফুল, ঘুরে আসুন কাশ্মীরের এই বাগান

By

Published : Mar 12, 2023, 9:20 PM IST

Updated : Mar 12, 2023, 9:56 PM IST

thumbnail

কাশ্মীরের শ্রীনগর শহরের বাদামওয়ারি বাগান (Badamwari Garden)৷ এখানকার বাদামের ফুল বসন্তকে চিহ্নিত করে ৷ বাগানটি সকলের জন্য খুলে দেওয়ার পর থেকেই পর্যটক ও স্থানীয়দের আনাগোনা শুরু হয়ে গিয়েছে ৷ ফ্লোরিকালচার বিভাগের কর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহের মধ্যেই বাদামওয়ারি ফুল ফুটবে ৷ কোহ-ই মারনের পাদদেশে অবস্থিত এই বাদামওয়ারি ফটোগ্রাফারদের জন্য উপযুক্ত জায়গা ৷ ব্যাকগ্রাউন্ডে সুউচ্চ জাবারওয়ান রেঞ্জের সঙ্গে বাদাম ফুলের চিত্তাকর্ষক দৃশ্য এককথায় অসাধারণ ৷ দর্শনার্থীরা বিশেষ করে শ্রীনগর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই স্থানটি দেখতে পছন্দ করেন ৷ নয়ডা থেকে আগত পর্যটক শালিনী এই নিয়ে দ্বিতীয়বার কাশ্মীরে এসেছেন (Kashmir Tourism)৷ তাঁর কথায়, এ যেন স্বর্গের অনুভূতি ৷ এটি একটি সুন্দর জায়গা, সমস্ত কোলাহল ও দূষণ থেকে অনেক দূরে ৷ ফ্লোরিকালচার বিভাগের ডিরেক্টর ফারুখ আহমেদ রাথার জানান, বাগানটির অন্তত 400 বছরের ইতিহাস রেকর্ড করা আছে ৷ এটি 300 কানাল এলাকাজুড়ে বিস্তৃত এবং বিভিন্ন জাতের প্রায় দেড় হাজার গাছ রয়েছে ৷ শ্রীনগর কেন্দ্রস্থল ও পার্শ্ববর্তী এলাকার অন্যতম প্রধান আকর্ষণ এই বাদামওয়ারি ৷ এ বছর লক্ষাধিক পর্যটকদের এই বাগান পরিদর্শনের আশা করা হচ্ছে ৷ 

Last Updated : Mar 12, 2023, 9:56 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.