World Environment Day: প্রায় আড়াই হাজার প্লাসটিক বোতলে বিরল কচ্ছপের বালুশিল্প, সচেতনতার বার্তা সুদর্শনের

By

Published : Jun 5, 2023, 2:25 PM IST

thumbnail

আজ বিশ্ব পরিবেশ দিবস ৷ এই উপলক্ষে বিশিষ্ট বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক তাঁর শিল্পকর্মের মধ্যে দিয়ে জনসাধারণকে প্লাসটিক দূষণ সম্পর্কে সচেতন করেছেন ৷ প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় ৷ দিনটি পালনের মূল উদ্দেশ্য হল পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা ৷ সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্র সৈকতে বালি দিয়ে অলিভ রিডলি কচ্ছপের প্রতিরূপ তৈরি করেন ৷ সবচেয়ে অন্যন্য বিষয় হল এই বালুশিল্পে 2 হাজার 320টি প্লাসটিকের বোতল ব্যবহার করা হয়েছে ৷  

এই বালি শিল্পের মাধ্যমে সুদর্শন পট্টনায়েক এই বার্তা দিয়েছেন যে প্লাসটিক দূষণ এখন সারা বিশ্বের জন্য একটি গুরুতর সমস্যা ৷ প্লাসটিকের সামগ্রী ব্যবহারের পর সকলে ফেলে দেন ৷ যা পরবর্তীতে বর্জ্য হিসেবে সাগর, নদী, নালায় গিয়ে জলকে দূষিত করে ৷ সমুদ্র তীরবর্তী এলাকায় বেড়াতে গিয়েও বহু মানুষ জলে প্লাসটিকের বোতল ও ব্যবহার্য জিনিস ফেলেন ৷ যা কখনওই উচিত নয় ৷ প্লাসটিকের এই মারাত্মক দূষণে সমুদ্রের হাজার হাজার জলজ প্রাণী মারা যাচ্ছে ৷ বিশেষ করে প্লাসটিকের জেরে জলদূষণের কারণে বিরল প্রজাতির অলিভ রিডলি কচ্ছপের জীবন এখন বিপদের মুখে ৷ তাই বালুশিল্পের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে প্লাসটিক সামগ্রী ব্যবহার বন্ধ করে ঐতিহ্যবাহী প্রাকৃতিক উপকরণ যেমন মাটির সামগ্রী, কাগজ ও সুতির কাপড়ের ব্যাগ ব্যবহার করার জন্য এই বার্তা দিয়েছেন ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.