Athiya Shetty-KL Rahul Wedding: আলোর মালায় সাজল রাহুলের বাসভবন, শুরু বিয়ের তোড়জোড়

By

Published : Jan 18, 2023, 10:28 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

thumbnail

খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউড ডিভা আথিয়া শেট্টি এবং ভারতের তারকা ক্রিকেটের কেএল রাহুল ৷ মুম্বইয়ের খান্দালায় সুনীল শেট্টির বিশাল বাংলোতে সাতপাকে বাঁধা পড়বেন এই কপোত-কপোতি (Athiya Shetty KL Rahul wedding n)৷ তার আগে মুম্বইয়ের রাহুলের বাসভবন সেজে উঠল আলোর রোশনাইয়ে ৷ খবর অনুযায়ী, 23 জানুয়ারি অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে নতুন জীবন শুরু করতে চলেছে এই পাওয়ার কাপেল (Athiya Shetty KL Rahul wedding date )৷ যদিও এই তারিখ এখনও দুই পরিবারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি (KL Rahul home decorated before wedding )৷ 

তবে এবার আলোর মালায় যেভাবে সেজে উঠেছে রাহুলের বাসভবন ৷ তা দেখে মনে হয় বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্য়েই ৷ প্রসঙ্গত গতবছরের শেষের দিক থেকেই রাহুল-আথিয়ার বিবাহের গুঞ্জন শুরু হয় ৷ তবে কোনও নিশ্চিত খবর এখনও সামনে আসেনি ৷ যদিও সুত্রের খবর অনুযায়ী, ক্রিকেটের অনেক পরিচিত মুখই উপস্থিত থাকতে চলেছেন এই বিবাহে ৷ যেমন দেখা যেতে পারে বিরাট কোহলি এবং এমএস ধোনিকেও ৷ অন্যদিকে স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন চলচ্চিত্র জগতের একাধিক তারকাও ৷ অক্ষয় কুমার, সলমন খান, জ্যাকি শ্রফও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, রাহুল আথিয়ার এই সম্পর্ক মোটেই অল্প দিনের নয় ৷ তাঁরা ডেটিং করছেন বেশ কয়েকবছর ধরে ৷ তবে দু'তরফেই মুখে কুলুপ ছিল কিছুদিন আগে পর্যন্ত ৷ এরপর আথিয়ার জন্মদিনে যখন সোশাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানান রাহুল ৷ তখনই তাঁদের সম্পর্কে অফিসিয়াল সিলমোহর পড়ে যায় ৷ আর তখন থেকেই নানা জল্পনা চলেছে ৷ তাঁরা কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়েও গুঞ্জন কম হয়নি ৷ এর মাঝে আথিয়া এবং রাহুলকে ভারতের বহু সফরে একসঙ্গে দেখা গিয়েছে  ৷ এবার তাঁদের চারহাত এক হতে চলেছে অবশেষে ৷ 

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.