Independence Day 2023: কল্যাণগড়ের ব্রিটিশ আমলের সেনা ঘাঁটি পরিণত হয়ছে গরুর খাটালে

By

Published : Aug 14, 2023, 5:07 PM IST

Updated : Aug 14, 2023, 10:46 PM IST

thumbnail

উত্তর 24 পরগনা অশোকনগর কল্যাণগড়ের অস্থায়ী সামরিক সেনা ঘাঁটি তৈরি করেছিল ব্রিটিশ সরকার ৷ বর্তমানে অবহেলিত পড়ে রয়েছে এই স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাসের সাক্ষী ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনা এই এলাকায় অস্থায়ী সামরিক বিমান ঘাঁটি তৈরি করেছিল ৷ এর পাশাপাশি তৈরি হয়েছিল সেনা ছাউনি। যুদ্ধ বিমানে ওঠা নামার জন্য বানানো হয়েছিল রানওয়ে ৷ আর এখন স্বাধীনতার পূর্ববর্তী ইতিহাসের সাক্ষী অবহেলায় পরিণত হয়েছে গরুর খাটালে তো কোথাও বিয়ে বাড়ির অনুষ্ঠানের প্যান্ডেলে ৷ 

গোলবাজার থেকে নিউ মার্কেট পর্যন্ত গেলেই দেখা যাবে রানওয়ের অংশবিশেষ। অশোকনগর মিলেনিয়াম পার্ক এর পাশে ইংরেজ আমলের তৈরি একটি গুপ্ত কক্ষও খুঁজে পাওয়া যায়। শোনা যায়, সেই গুপ্ত কক্ষেই রাখা থাকত ইংরেজ আমলে ব্যবহৃত গোলাবারুদ ৷ স্থানীয় হরিপুর ভৈরবতলা ও নিবেদিতা পল্লি এলাকায় রয়েছে প্লেন রাখার পাঁচটি হ্যাঙ্গার। এছাড়াও প্লেন ওঠানামা সিগন্যালিং ব্যবস্থার জন্য রুমেরও অস্তিত্ব রয়েছে। যা গোলঘর নামে পরিচিত। অনেকেই একে ফাঁসি ঘরও বলে থাকেন। শোনা যায়, পরবর্তীকালে এখানে 12 জন নীলচাষিকে ফাঁসি দেওয়ার হয়েছিল। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সৈন্যেরা ফিরে যান। সরিয়ে নিয়ে যাওয়া হয় যুদ্ধবিমানও। 

Last Updated : Aug 14, 2023, 10:46 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.